"আসুন মক্তু মিয়ার কাছে ক্ষমা চাই
----------- বাংলা নামের এই শ্যামল-কোমল দেশটিতে ১৯৭১ সালে একটি যুদ্ধ হয়েছিলো। পৃথিবীর একটি পরাক্রমশালী সেনাবাহিনী ‘পোড়ামাটি নীতি’ (মানুষ মেরে ঘরবাড়ি ধ্বংস করে কেবম পোড়ামাটি অবশিষ্ট রাখার প্ল্যান) নিয়ে নিরস্ত্র অপ্রস্তুত বাংগালীর উপর ঝাঁপিয়ে পড়েছিলো। বাংলার দামাল তরুনেরা হানাদার সেই বাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধ শুরু করেছিলো ৯ মাস দীর্ঘ। সেই যুদ্ধে তাঁরা কোন সময় সম্মুখ কোন সময় চোরাগোপ্তা হামলায় পরাস্ত করেছিলো হানাদার বাহিনীকে। তাঁরা ছিলেন মুক্তিবাহিনী; মুক্তিযোদ্ধা। এরকমই একটি গেরিলা দলের সাথে ছিলেন মক্তু মিয়া (পিতাঃ রইম উদ্দিন, গ্রামঃ ভিতরগড় প্রধানপাড়া, থানা পঞ্চগড় সদর)। তাঁর সম্পর্কে তাঁর দলের কোম্পানী কমান্ডার (৬-এ সাব-সেক্টর, মুক্তিযুদ্ধের সেক্টর ৬) এ কে এম মাহবুব উল আলম লিখেছেন, “ ...তিনি হারিভাসা, অমরখানা, জগদল হাট, তালমা, পঞ্চগড় সদর সহ বিভিন্ন যুদ্ধে মুক্তিযোদ্ধাদের পথ প্রদর্শক হিসাবে গুরুদায়িত্ব পালন করেন ও নিজে সরাসরি যুদ্ধে অংশগ্রহন করেন এবং যুদ্ধের মাঠে অমিত সাহস ও বীর বিক্রমের পরিচয় দেন ।“ সেই মক্তু মিয়া ভিক্ষা (শাব্দিক অর্থেই) করছেন - এমন একটা অনলাইন সংবাদের প্রতি...